যুবলীগ নেতা শহিদুল গ্রেফতার

নাজিরপুর প্রতিনিধি !! পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: শহিদুল আলম হাওলাদারকে (৫২) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার ৩ নম্বর দেউলবারী দোবড়া ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো: শহিদুল আলম হাওলাদার উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, আসামি শহীদুল আলম হাওলাদারের বিরুদ্ধে নাজিরপুর থানায় ২০১৪ সালে ঘর পোড়ানোর মামলা এবং বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।