৮ জনের বিরুদ্ধে মামলা
গৌরনদীতে বসতঘরে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাট

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদীতে বসতঘরে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বরিশাল দ্রুত বিচার আদালতে উপজেলার কুড়িরচর এলাকার আবুল কালাম হাওলাদারের স্ত্রী লুনা বেগম মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, লুনা বেগম মালয়শিয়া প্রবাসী মোতালেব হাওলাদারের কাছ থেকে জমিসহ একটি একতলা বিল্ডিং ক্রয় করেছেন। কিন্তু ওই বিল্ডিং এর মধ্যে একই এলাকার মৃত নাজির হাওলাদারের ছেলে মান্নান হাওলাদারের জমি রয়েছে বলে দাবী করেন এবং আদালতে জিআর ২০৯/২৪ দায়ের করেন।
এতেও খান্ত হননি মান্নান হাওলাদার। ঘটনার দিন ২৮ ডিসেম্বর রাত আড়াইটায় মান্নান হাওলাদার তার দুই ছেলে শামীম হাওলাদার, জসিম হাওলাদার ও একই এলাকার মকবুল সরদারের ছেলে বাবু সরদারসহ অজ্ঞাতনামা আরও ৪ জন আসামী বাদীর বসত ঘরে অবৈধভাবে প্রবেশ করে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাট করে নেয়।
এতে ৩ লাখ টাকার স্বর্ণালংকারসহ ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে আসামীরা। এ সময় বাদীর পরিবারকে খুন জখমসহ বসতবাড়ি বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসামীরা চলে যায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করে দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন।