ইন্দুরকানীতে জাল স্বাক্ষরে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন

ডিসেম্বর ৩১ ২০২৪, ১৯:১৮

ইন্দুরকানী প্রতিনিধি !! পিরোজপুরের ইন্দুরকানীর পত্তাশী ইউনিয়ন পরিষদের দুই সদস্যের স্বাক্ষর জাল করে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করার অভিযোগ উঠেছে ওই পরিষদের তিন সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে মঙ্গলবার পিরোজপুরের জেলা প্রশাসক, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন পত্তাশী ইউনিয়ন পরিষদের সদস্য কেএম জাহাঙ্গীর হোসেন ও নাসরিন আক্তার।

তাদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২৯ ডিসেম্বর) পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ইন্দুরকানী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই পরিষদের সদস্য রফিকুল ইসলাম, কবির সিকদার ও নাজমুল হাসান। এ সময় তারা সংবাদ সম্মেলনে সম্মতি স্বরূপ সাতজন ইউপি সদস্যের স্বাক্ষর সম্বলিত একটি পত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। যার প্রেক্ষিতে ইউপি সদস্য নাসরিন আক্তারকে ফোন দিয়ে তার স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি তখনই স্বাক্ষর তার নয় বলে সাংবাদিকদের জানান।

সেখানে কেএম জাহাঙ্গীর হোসেন ও নাসরিন আক্তারের স্বাক্ষর জাল বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ বিষয়ে আদৌ তারা অবগত নয় এবং চেয়ারম্যানের মানহানি করতে জাল স্বাক্ষর দিয়ে দল ভারি করার অপচেষ্টা করা হয়েছে বলে দাবি তাদের। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে অভিযোগ করেছেন এই দুই ইউপি সদস্য।

অভিযুক্ত ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, দুই ইউপি সদস্যর স্বাক্ষর জাল করা হয়নি। চেয়ারম্যানের পক্ষ হয়ে তারা মিথ্যা অভিযোগ করেছে।

অপর দিকে পত্তাশীর ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার জানান, জনসেবা বিঘ্নিত করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার পরিষদের সদস্য রফিকুল ইসলাম, কবির সিকদার ও নাজমুল হাসানের অবৈধ চাহিদা পূরণ না করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। আমাকে জনবিচ্ছিন্ন করতে একটা মিথ্যা মামলাও দেওয়া হয়েছে।