বরিশালে ইসকন নিষিদ্ধের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

নভেম্বর ২৭ ২০২৪, ১৭:২১

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে আদলত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে শহীদ করার প্রতিবাদ ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বরিশালে ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় বরিশাল কোর্ট চত্বরে এ বিক্ষোভ প্রদর্শন করেন বরিশাল বারের আইনজীবীরা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান, কেন্দ্রীয় এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বরিশাল বার সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের, অ্যাডভোকেট আব্দুল করীম সহ বরিশাল বারের আইনজীবীরা।

এসময় আইনজীবী নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামে আলিফ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী ইসকনের দীর্ঘদিনের নৃশংস হত্যাযজ্ঞের একটি দৃশ্যায়ন। সুতরাং এই ঘটনাকে সর্বোচ্চ আমলে এনে জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা মাওলানা সানাউল্লাহ, আরমান হোসাইন রিয়াদ, অ্যাডভোকেট মনির হোসাইন সহ অন্যান্যরা।