ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিলে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি !! ঝালকাঠিতে ফ্যাসিস্টদের দোসর ও অখেলোয়াড়দের নিয়ে গঠিত জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন, ক্রীড়া সংগঠক তমাল খলিফা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. মিরাজ খানসহ আরো অনেকে।
বক্তারা বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দলীয় বিবেচনায় যারা জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ছিলেন বর্তমানে তারাই স্থান পেয়েছে।
এবং যাদের খেলার-ধুলার সাথে কোন প্রকার সম্পর্ক নেই তারা এই কমিটিতে আছে। এদের মধ্যে অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কঠিন বিরোধিতা করেছেন।
তাই জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক চাপিয়ে দেওয়া এই কমিটি অনতিবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।