বিসিসি’র বকেয়া স্টল ভাড়া পরিশোধ না করলে ব্যবস্থা

ডিসেম্বর ০১ ২০২৪, ২০:০৮

স্টাফ রিপোর্টার !! বরিশাল সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন সকল স্টল ব্যবসায়ীদের বকেয়া ভাড়া পরিশোধের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আগামী ৫ ডিসেম্বরের মধ্যে বকেয়া ভাড়ার টাকা পরিশোধ না করা হলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করবে সিটি করপোরেশন।

গতকাল ১ ডিসেম্বর বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী স্বাক্ষরিত এক জরুরী নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, নভেম্বর ২০২৪ সাল পর্যন্ত স্টলের মাসিক ভাড়া পরিশোধ করেননি সেই সকল ব্যবসায়ীরা আগামী ৫ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে বকেয়া ভাড়া এককালীন প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

অন্যথায় স্টল সিলগালা পূর্বক আগ্রহী অন্য ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেয়া হবে।