জাতীয়তাবাদী মোটরচালক দল বরিশাল সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের বরিশাল সদর উপজেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আজ ২৯ এপ্রিল রোজ মঙ্গলবার সন্ধা ৬ আটায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে বরিশাল সদর উপজেলা মোটর চালক দলের সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
মোঃ মিন্টু বেপারীকে আহবায়ক, খালেক হাওলাদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মিরাজ হাওলাদারকে কে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর মোটর চালক দলের সভাপতি তৌহিদুল ইসলাম জুয়েল, এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলার সভাপতি সমিন্দ্র শাহা সমীর, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আসলাম, মহানগর মোটর চালক দলের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম খান এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান সাগর।