নাজিরপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মে ১০ ২০২৫, ১৯:১৭

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক মামলার আসামি যুবলীগ লীগ নেতা মো. আল-মামুন হাওলাদারকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন হাওলাদার (৪০) উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কলারদোয়ানিয়া গ্রামের মো. আব্দুর রহমান হাওলাদারের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মামুন হাওলাদারের বিরুদ্ধে নাজিরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) পিরোজপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।