বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত- ৬

মে ২১ ২০২৫, ২১:৪৪

ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই গ্রপের সংঘর্ষ, চেয়ার ভাংচুর আহত-৬ জন। বুধবার উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির সম্মেলনে এ ঘটনা ঘটে।

সম্মেলনে আসা পাড়েরহাট ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান, অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিটি গঠনের সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর ২টার দিকে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়।

নির্বাচনে ৬টি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। পরে ৩, ৫ ও ৭নং ওয়ার্ডে কাউন্সিলরদের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তখন ৭নং গাজীপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী আলাউদ্দিনের প্রার্থীতা নিয়ে বিতর্ক শুরু হলে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে ওই ওয়ার্ডের বিএনপির ওয়ার্ড সদস্য নাসির, পাশা খান, আলামিন এবং ৩নং ওয়ার্ডের ইমাম, মানিক ও ৭নং ওয়ার্ডের বিএনপির সদস্য নান্টু সিকদারকে কুপিয়ে প্রতিপক্ষরা আহত করে। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ হওয়ার পর ৩টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেন বিএনপির নির্বাচন কমিটি।

উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ অহম্মেদ জানান, কাউন্সিলে আসা বিএনপি নেতাকর্মীদের মধ্যে কথার কাটাকাটিতে সংঘর্ষের সূত্রপাত হয়। এঘটনায় কয়েকজন আহত হওয়ার কথা শুনেছি। ৩টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়েছে।