গুঠিয়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অর্ধশত গাছ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলার উজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিপক্ষের বিভিন্ন প্রজাতির প্রায় ২ লক্ষাধিক টাকার গাছ কাটে নেয়ার ঘটনায় আদালতে পৃথক আরেকটি মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় গত ২৮ মে, বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালতে ভুক্তভোগী জমির রেকর্ডীয় মালিকপক্ষ একই গ্রামের মৃত.আজিজ মোল্লার ছেলে রানা মোল্লা (২৮) নামধারী ৫ জন সহ অজ্ঞাতনামা ৫/৭ জনের নামে মামলা দায়ের করেছেন। সি,আর মামলা নাম্বার ৩১৩ /২০২৫ (উজিরপুর)। আদালতের বিচারক বাদির অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামালার আসামীরা হলেন একই গ্রাম ও বাড়ির আপন দুই সহোদর মৃত.আলতাব উদ্দিনের ছেলে হাসান মোল্লা (৪০) ও ফিরোজ মোল্লা (৩৭), খাদেম আলীর ছেলে হান্নান (৩৫),মতলেব হাওলাদারের ছেলে সোহাগ (৩২),ফোরাত ফকিরের ছেলে আরিফ (৩৬),সহ অজ্ঞাতনামা আরো পাঁচ থেকে সাত জন।
মামলার বাদি রানা মোল্লা বলেন, মামলায় উল্লেখিত আসামীরা লোভী ও অসৎ প্রকৃতির লোক। তারা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গায়ের জোরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লোকজন নিয়ে আমাদের জমিতে লাগানো গাছ জোরপূর্ব কেটে নিয়ে যায়। এ সময় বাধা দিলে তারা আমাদের খুন জখমের হুমকি প্রদান করে।
রানা মোল্লা বলেন, উজিরপুর জেএল ১১১ রেকর্ডিয়, ডহরপারা মৌজার এস,এ খতিয়ান ৩৩০,৩৮০,৭০১ এস,এ,দাগ নং ৬৩৫-৬৪৪ নং এর ৪৪.০৮ একর জমি রয়েছে। এর মধ্যে আমরা ৪৪.০৮ শতাংশ জমি ক্রয় ও রেকর্ডিয় মালিক।বর্তমানে বি,এস ৯৭১,ডিপি খতিয়ান ২৩৮, দাগ নং ৯৭১ মোট জমি ১.৫৫ শতাংশ। যার মধ্যে তাদের ক্রয়কৃত ও রেকর্ডিয় ১৯ শতাংশ জমির মালিকানা তাদের।
এর একটি প্লটে ১৪ শতাংশ ভিটা জমিতে রেন্ট্রি, মেহেগুনি চাম্বল সহ বেশ কিছু গাছপালা রয়েছে। গত ২৬ মে থেকে আসামীরা সেখান থেকে জোরপূর্বক প্রায় অর্ধশত গাছ কেটে নিয়ে গেছে মামলার আসামিরা। তবে এবিষয়ে স্থানীয় থানা পুলিশ সহ ৯৯৯ এ ফোন দিলে তারা আশ্বাস ছাড়া আর তেমন কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেছি।
তবে গত ২৪ মে আমাদের জমি থেকে গাছ কেটে নেয়ার চেষ্টার সময় বাধা দিলে উপরোক্ত মামলার আসামী দুই সহোদর হাসান মোল্লা (৪০) ও ফিরোজ মোল্লা (৩৭) সহ পাঁচ থেকে ছয় জন আমাদের খুন যখমের হুমকি দেয়। এঘটনায় ২৫ মে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা চেয়ে মৃত.জবেদ আলীর ছেলে হিরন মোল্লা বাদি হয়ে মামলা দায়ের করেন।
মামলা নম্বর ৯৬৮/২০২৫। অভিযোগ আমলে নিয়ে আদালতের বিচারক বিরোধীয় সম্পত্তিতে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা ও স্থিতি অবস্থা বজায় রাখতে উজিরপুর থানার ওসিকে নির্দেশনা প্রদান করেন। পরে উজিরপুর থানার অফিসার ইনচার্জ এ,এস,আই মোঃজাহিদ হাসান উভয়পক্ষকে আদালতের দেয়া নির্দেশনা পৌঁছে দেন।
নির্দেশনা উপেক্ষা করে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে এ,এস,আই জাহিদ হাসান বলেন, গাছ কাটার বিষয়ে মামলার বাদী মুঠোফোনে আমাকে জানিয়েছেন। আমরা নোটিশ জারি করেছি তবে তাদের গ্রেপ্তারে আদালত কোন নির্দেশনা দেয়নি । আদালতে নির্দেশ উপেক্ষা করে গাছ কাটা অন্যায়। এ বিষয়ে সাক্ষ্য প্রমাণ নিয়ে আদালতকে অবহিত করতে বলেছি। আদালত যদি আমাদের কার্যকারী নির্দেশনা প্রদান করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাছ কাটার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার আসামি সহোদর হাসান মোল্লা (৪০) ও ফিরোজ মোল্লা (৩৭) বলেন,মামলার বাদি রানা মোল্লা গংরা আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে আমাদের পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিয়েছে। এই দাগে আমাদের ১৮ শতাংশ জমি রয়েছে। এই জমি আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া। আমাদের জমি থেকে আমরা গাছ কেটেছি। এতে দোষের কি।