বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরম মিষ্টির কড়াইতে পরে যুবকের মৃত্যু

Close up image of human hand holding cable
স্টাফ রিপোর্টার : দোকানের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তার অসাবধানতাবশত শরীরে লেগে বিদ্যুতপৃষ্ট হয়ে গরম মিষ্টির কড়াইর মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছেন সোলাইমান সরদার (৩০) নামের এক যুবক।
মৃত সোলাইমান বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের সদর টেকের বাজারের শরীফ দেওয়ানের মালিকানাধীন মিষ্টির দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মৃত সোলাইমান উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দি এলাকার কোলচর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান সরদারের ছেলে।
ওসি আরও জানান, বৃহস্পতিবার (১২জুন) দুপুরে মিষ্টির দোকানে কাজ করার সময় অসাবধানতাবশত দোকানে ঝুলে থাকা বিদ্যুতের ছেড়া তার সেলাইমানের শরীরে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে থাকা গরম মিষ্টির কড়াইতে পরে যায়।
এ সময় দোকানের অন্য কর্মচারীরা দ্রুত সোলাইমানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন।
এ ঘটনায় হিজলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।