উজিরপুরে অটো রিক্সার ধাক্কায় পথচারী নিহত

উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদী-ডাকবাংলোর সড়কের ব্রাক কার্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় অটো রিক্সার ধাক্কায় এক পথচারী নিহত।
শুক্রবার (১৩ জুন) সাড়ে ১২টায় এক পথচারী রাস্তা পার হওয়ার সময় অটো রিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর জখম হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত হলেন জেলার গৌরনদী উপজেলার সাঁকোকাঠি গ্রামের মেসের সরদারের পুত্র আলতাফ সরদার (৫৩)। সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন নিহতের শ্যালক মোহাম্মদ রফিকুল আলম শিপন।
অটো রিক্সার ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।