বরিশাল অ্যাসোসিয়েশন কানাডার নতুন সভাপতি রুবেল

স্টাফ রিপোর্টার : কানাডায় বসবাসরত বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশন কানাডার নতুন কমিটি গঠণ করা হয়েছে। কাডার মন্ট্রিয়েলে বরিশাল অ্যাসোসিয়েশন কানাডার কার্যকরী পরিষদের নির্বাচনে আগামী দুই বছরের জন্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন রুবেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দিলারা জামান রোজ।
বরিশাল অ্যাসোসিয়েশন কানাডার নির্বাচিত নতুন সভাপতি রুহুল আমিন রুবেল বরিশাল নগরীর আমানতগঞ্জের পলাশপুর এলাকার বাসিন্দা এসএম ফারুক সিকদারের ছেলে।
রুহুল আমিন রুবেল কানাডার একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী। দীর্ঘ ৩০ বছরের প্রবাস জীবনে তিনি সবসময় বাংলাদেশীদের পাশে থেকেছেন। তার প্রতিষ্ঠানে বাংলাদেশী জনবল নিয়োগ করে বাংলাদেশের অর্থনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
কানাডার বিভিন্ন সামাজিক সংগঠনে তিনি (রুবেল) কৃতিত্বের সাথে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। যেকারণে সামাজিক অবস্থান এবং যোগ্যতা বিবেচনা করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আজ শনিবার (১৪ জুন) সকালে বরিশাল অ্যাসোসিয়েশন কানাডার নতুন সভাপতি রুহুল আমিন রুবেল বলেন, গত ২০ মে আমাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত করায় কানাডায় বসবাসরত বরিশালের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
আগামীতে অ্যাসোসিয়েশনের সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই। দোয়া চাই যেন আমরা প্রবাসে থেকেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে পারি।
উল্লেখ্য, কানাডায় বসবাসরত বরিশালের মানুষের মধ্যে সংযোগ স্থাপন করা, সাংস্কৃতিক এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করা এবং স্থানীয় কমিউনিটির মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৮ সালে “কানাডায় বসবাসরত বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশন” নামের একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়।