সংস্কার হয়নি বিষখালী নদীর বেড়িবাঁধ, দুর্ভোগে এলাকাবাসী

জুন ২১ ২০২৫, ২১:২৪

বেতাগী প্রতিনিধি : বরগুনার বেতাগীতে ভারি বর্ষণের ফলে বিষখালী নদীর ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ এখনো সংস্কার করা সম্ভব হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এর আগে গত ২৯ মে উপজেলার মোকামিয়া ইউনিয়ন এলাকায় বাঁধটি ভেঙে যায়।

স্থানীয়রা জানায়, চলতি বছরের ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে বিষখালী নদীর ১৫ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এতে নদীর পানি ঢুকে ফসলি জমি, বসতভিটা ও রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় কৃষক ও জেলেরা জানান, প্রতিদিন নদীর পানির চাপে ভাঙনের পরিমাণ বাড়ছে। সামান্য জোয়ারেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়ছে।

এতে কৃষি কাজ ও মাছ চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। স্থানীয় বাসিন্দা সুশান্ত কুমার গাইন বলেন, ‘দুর্যোগ মোকাবেলার দ্রুত টেকসই বেড়িবাঁধ দ্রুত নির্মাণ করা প্রয়োজন। এতে আমাদের দুর্ভোগ কমবে।’

এ দিকে নদীর ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ সংস্কারের বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির বলেন, ‘বিষখালী নদীর বেড়িবাঁধটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হলে কাজ শুরু হবে।’