গৌরনদীতে রহস্যজনকভাবে টেলিকম ব্যবসায়ী নিখোঁজ

জুন ২৫ ২০২৫, ০১:৪০

স্টাফ রিপোর্টার : একটি বিয়ের অনুষ্ঠানের যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন টেলিকম ব্যবসায়ী রুমান সরদার (২৬)। নিখোঁজের একদিন পরেও তার কোন সন্ধ্যান মেলেনি। এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

নিখোঁজ রুমান সরদার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা হানিফ সরদারের ছেলে। তার (রুমান) টরকী বাসষ্ট্যান্ডে এমএস রুমান টেলিকম নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে।

নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৩ জুন) দুপুরে একটার দিকে গৌরনদীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে রুমান সরদার বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে (রুমান) নিখোঁজ রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। রুমান সরদারের রহস্যজনক নিখোঁজে তার বাবা ও মাসহ পরিবারের সদস্যরা এখন পাগল প্রায়। তাই তারা রহস্যজনকভাবে নিখোঁজ রুমান সরদারের সন্ধান পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।