বরিশাল নগরীতে ১৬২ পিস ইয়াবা সহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীতে ডিবি পুলিশের অভিযানে ১৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৫ জুন) রাত আড়াই টায় কাউনিয়া থানাধীন ৬নং ওয়ার্ডস্থ চর আবদানী বেলতলা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ সাকিব হাওলাদার (২৫), মোঃ সজল গাজী (৩৬), মোঃ সোহাগ হাওরাদার (৩৮), তপন হাওলাদার (৩৫), মোঃ সাকিব দিদার (২২)। এরা সবাই বরিশাল নগরীর বাসিন্দা।
বিএমপি গোয়েন্দা শাখার এসআই মোঃ রাকিব হোসাইনের নেতৃত্বে বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার শাহ আলমের দুইতলা বাসার নিচতলার সামনের রুমের মধ্যে অভিযান পরিচালনা করেন।
এ সময় তাদের তল্লাশী করে ১৬২ পিস ইয়াবা ট্যাবলেট, একটি নীল রংয়ের এয়ারটাইট প্যাকেট এবং ৩ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।