৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেফতার

ডিসেম্বর ১০ ২০২৪, ২১:২০

Oplus_131072

কাউখালী প্রতিনিধি !! পিরোজপুরের কাউখালীতে ৫৫ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাদের পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (৩৫), কেশতা গ্রামের পরলোকগত হিরন্ময় চক্রবর্তী ছেলে মৃনময় চক্রবর্তী (৪৬) ও পারসাতুরিয়া গ্রামের মরহুম মজিবর রহমানের ছেলে মিলন হোসেনকে (৪৩) ইয়াবাসহ গ্রেফতার করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান জানান, ‘গ্রেফতার মাদককারবারিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের পিরোজপুরের কোর্টে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’