কীর্তনখোলায় ভেকু বহনকারী পন্টুন ও জাহাজের মুখোমুখি সংঘর্ষ

স্টাফ রিপোর্টার !! বরিশালের কীর্তনখোলা নদীতে এক্সকেভেটর (ভেকু) বহনকারী পন্টুন ও গ্যাসবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঐ পন্টুনে থাকা এক্সকেভেটরটি নদীর মাঝখানে ডুবে যায়।
জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় বেলতলা খেয়াঘাট সংলগ্ন এক্সকেভেটর বহনকারী পন্টুনটি ঢাকামুখী ও ঢাকা থেকে বরিশালগামী ওমেরা গ্যাসের জাহাজের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে পন্টুনে থাকা এক্সকেভেটরটি নদীতে পড়ে যায়। এসময় পন্টুনটির এক পাশ বিধ্বস্ত হয়ে দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পন্টুন থেকে একজন নদীতে পড়ে গেলেও তাৎক্ষণিক তাকে উদ্ধার করা হয়।
বেলতলা খেয়াঘাটের প্রত্যক্ষদর্শীরা চালকরা জানান, এ ঘটনায় বেশী দায় এক্সকেভেটর বহনকারী পন্টুন চালকের। ওমেরা গ্যাসের জাহাজটি অনেকবার হর্ণ দিলেও পন্টুনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। তবে সংঘর্ষের পর জাহাজটি থামালেও এ ঘটনায় তাদের কিছু করার নেই বলে ঘটনাস্থল ত্যাগ করে।