পাঁচটি অবৈধ ইটভাটা গুরিয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

নভেম্বর ২৬ ২০২৪, ২০:১০

স্টাফ রিপোর্টার !! বরিশালের বাকেগঞ্জে ৫টি অবৈধ ইট ভাটা ভেঙে গুরিয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ সকালে বাকেরগঞ্জের পাচটি ইটভাটায় সরকারের নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনিযুক্ত তিনটি এবং দুইটি জিগজ্যাগ ভেঙ্গে দেওয়া হয়। একই সাথে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভ্রাম্যমান অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর ঢাকায় নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুননেছা আক্তার।

এছাড়াও অভিযানে সেনাবাহিনীর সদস্য, বাকেরগঞ্জ থানা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও ফায়ার সার্ভিস সদস্যরা অংশ নেন।

ভেঙে ফেলা ইটভাটাগুলো হলো, মেসার্স মেঘনা ব্রিকস, মেসার্স ওয়ান নিপা ব্রিকস, মেসার্স রাটা ব্রিকস, মেসার্স যমুনা ব্রিকস, মেসার্স টু স্টার ব্রিকস।

এ সময় মেসার্স রাটা ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা এবং ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।