অগ্রসর কর্মীদের নিয়ে মহানগর জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার !! বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা মডেল মসজিদ মিলায়তনে শনিবার বিকেল ৪টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে শিক্ষা বৈঠক।
এতে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহম্মদ বাবর। কুরআনুল কারীম থেকে দারস পেশ করেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
এতে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হাসান আতিক, তারিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান সহ মহানগরীর সাংগঠনিক থানা সমূহের আমীর সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এতে মহানগরীর প্রায় ৫’শ অগ্রসর কর্মী অংশ গ্রহণ করেন।