৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

জানুয়ারি ০৪ ২০২৫, ১৯:৪৭

Oplus_131072

কাউখালী প্রতিনিধি !! পিরোজপুরের কাউখালী থানা পুলিশ হত্যা ও নাশকতার মামলার আসামি যুবলীগ নেতা মঞ্জু শেখকে (৪৩) গ্রেফতার করেছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

কাউখালী থানা পুলিশ বলছে, শুক্রবার গভীর রাতে চিড়াপাড়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের মনোয়ার হোসেন শেখের ছেলেকে মঞ্জুকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মঞ্জু শেখ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের উপজেলা শাখার সদস্য।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান জানান, ‘মঞ্জু শেখের বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ চারটি মামলা চলমান রয়েছে। তাকে শনিবার সকালে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।’