আওয়ামীলীগ নেতার মারধরে শাহজাহান খন্দকার গুরুতর আহত

জানুয়ারি ০৮ ২০২৫, ১৯:৪২

স্টাফ রিপোর্টার !! নলছিটির দপদপিয়া গ্রামে এক আওয়ামীলীগ নেতার মারধরে শাহজাহান খন্দকার (৬৪) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শাহজাহান খন্দকারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাহান খন্দকার ওই গ্রামের মৃত আব্দুস ছত্তার খন্দকারের ছেলে।

আহতের স্বজন সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৯টায় একই এলাকার মৃত মোসলেম খন্দকারের ছেলে ও দপদপিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বারেক খন্দকার এবং তার ভাই আউয়াল খন্দকার জমি মাপজোক না করেই শাহজাহান খন্দকারের জমিতে বিল্ডিং নির্মাণ করার পায়তারা চালান।

এ সময় শাহজাহান খন্দকার জমি মাপজোক করে বিল্ডিং নির্মাণের জন্য অনুরোধ করলে তাকে এলোপাতারি মারধর শুরু করেন। এতে মাথায় এবং কোমরে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন শাহজাহান খন্দকার। পরে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শাহজাহান খন্দকার বলেন, বিল্ডিং যেহেতু একটি স্থায়ী স্থাপনা। তাই সে মাপজোক দিয়ে নির্মাণের অনুরোধ করেন। কিন্তু তার এ কথার পরেই অতর্কিত মারধর শুরু করে তারা। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন শাহজাহান খন্দকার।