বিএনপি নেতার পদ স্থগিত
রাজাপুরের ৬ ইউনিয়নে বিএনপির বিক্ষোভ-মিছিল

ঝালকাঠি প্রতিনিধি !! ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করার প্রতিবাদে উপজেলার ৬ ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে বড়ইয়া, মঠবাড়ি, রাজাপুর সদর, গালুয়া, শুক্তাগড় ও সাতুরিয়া ইউনিয়নে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল গুলো রাজপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এর আগে তারা প্রতিবাদ সমাবেশ করেছে।
এ সময় বক্তারা নাসিম আকন এর স্থগিত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, আকনের নেতৃত্বে গত ১৫ বছর ধরে রাজাপুর উপজেলা বিএনপি সুসংগঠিত হয়েছে। দলের দুর্দিনে সব সময় নেতাকর্মীদের খোঁজ খবর রাখেন তিনি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে এমন সিদ্ধান্ত মেনে নেয়া যায় না।
সিদ্ধান্ত পরিবর্তন না করলে দলের সব কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখবো আমরা। দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহার না করলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি ৬ ইউনিয়নের বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গণ পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছে।
প্রতিবাদ কর্মসীচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ। তিনি বলেন, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন ছাড়া উপজেলা বিএনপি একেবারে অচল। তাকে ছাড়া উপজেলা বিএনপি চলতে পারবে না। দল চালাতে হলে নাসিম উদ্দিন আকনকে প্রয়োজন। দলের দুর্দিনেও দলের জন্য নাসিম উদ্দিন আকন বিশেষ ভূমিকা রেখেছিল।
প্রসঙ্গত, গত শনিবার ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করে জেলা বিএনপি। সেই সাথে তাকে বিএনপির সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়।