কাউখালীতে ৪ জেলেকে এক মাসের কারাদণ্ড

জানুয়ারি ২৯ ২০২৫, ১৯:৪৮

কাউখালী প্রতিনিধি !! পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ জাল দিয়ে জাটকা ও রেনুপোনা ধরার অপরাধে ৪ জেলেকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার সন্ধ্যা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের সহায়তায় এক ঝটিকা অভিযানে আটক জেলেদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ ১৯৫০ ধারায় প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন পাশের পিরোজপুর উপজেলার কুমিরমারা গ্রামের বাদশা হাওলাদারের ছেলে আব্দুর রহিম (৩০), একই এলাকার মকবুল শেখের ছেলে হবি শেখ (৫০), একই গ্রামের মজিবর শেখের ছেলে মহিদুল শেখ (২১) এবং অপরজন হলেন একই উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের আলামিন ফকিরের ছেলে রাকিব ফকির (২১)। এছাড়াও অন্য তিনজন শিশু জেলেকে অভিভাবকদের জিম্মায় ভবিষ্যতে নিষিদ্ধ মাছ ধরার কাজে জড়িত না হওয়ার শর্তে ছেড়ে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।