আত্মীয়কে বিদায় দিতে গিয়ে শিশুর চিরবিদায়

পিরোজপুর প্রতিনিধি !! পিরোজপুরের কাউখালীতে অটোরিকশাচাপায় হাবিবা শরীফ (৬) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) নৈকাঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
হাবিবা কাউখালী সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের কাঠ ব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে। সে স্থানীয় গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে হাবিবা তার মায়ের সঙ্গে এক আত্মীয়কে অটোতে উঠিয়ে দেওয়ার জন্য নৈকাঠি সড়কের কাঠালিয়া বাসস্ট্যান্ড যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া গতির অটোরিকশা তাকে চাপা দেয়।
তারা আরো জানায়, স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন মারা যায় হাবিবা। স্থানীয় গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ বলেন, হাবিবা নিয়মিত বিদ্যালয়ে আসত। খুবই শান্ত প্রকৃতির হাবিবা পড়ালেখায় ভালো ছিল। এ ঘটনায় বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণের দাবি জানিয়ে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, অদক্ষ অটোচালক এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বেপরোয়া অটোচালকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।