পিরোজপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় স্থানীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সেখানে সাধারণ ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন শাহনেওয়াজ অভি, ফাহাদ শিকদার ওপি, লুলু আল মারজান, লিমন শাহরিয়ার, মাশরুক ইমন ও ইমরান শেখ।
এদিকে, বেলা সাড়ে ১১টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিম হাসান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ও সহ-সভাপতি রেহান রাজু।
এ সময় দ্রুত আইনশৃঙ্খলার উন্নতি, ধর্ষকের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান তারা।