দুই পীরের দরবারে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার !! চরমোনাই, ছারছীনা ও নেছারাবাদ– এই তিন দরবারের পীরদের লাখ লাখ মুরিদ দেশের নানা প্রান্তে আছেন। দরবারগুলোর দূরত্ব ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা ও মন্ত্রীরা সেগুলোতে গিয়েছেন বহুবার। ব্যতিক্রম ছিল জামায়াতে ইসলামী। দলটির দায়িত্বশীলরা কখনোই যাননি এই তিন পীরের দরবারে। গত সোমবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ছারছীনা ও নেছারাবাদ দরবারে যান। তাঁর এ সফরে রাজনৈতিক অঙ্গনে অনেকটা চমক সৃষ্টি হয়েছে।
তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, মরহুম পীরদের কবর জিয়ারত করার জন্য দলের আমির সেখানে গিয়েছিলেন। এ সময় ছারছীনার বর্তমান পীর আবুল নছর নেছারউদ্দিন আহমেদ হোসাইন এবং নেছারাবাদের প্রধান মাওলানা খলিলুর রহমানের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় হয়েছে। জামায়াত আমির সফরসঙ্গীদের নিয়ে ওই দিন সকালে নাশতা করেন নেছারাবাদ এবং দুপুরে খাবার খান ছারছীনা দরবারে। জামায়াত আমির সোম ও মঙ্গলবার দক্ষিণাঞ্চল সফরে কয়েকটি পথসভায় বক্তৃতা করেন।
বরিশালে চরমোনাই পীর পরিবারের সৃষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যতম শক্তিশালী ধর্মভিত্তিক রাজনৈতিক দল। পদাধিকার বলে দলের আমির হওয়ায় চরমোনাই পীর রাজনীতিবিদ হিসেবেও পরিচিতি পান। অন্যদিকে রাজনীতির বাইরে থেকে মতাদর্শ প্রচারে ছারছীনা ‘জমইয়্যাতে হিযবুল্লাহ’ এবং নেছারাবাদ ‘হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করে।
পীরের মুরিদ ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের কর্মী-সমর্থক এবং নেতারা দুই সংগঠনে জড়িত। ছারছীনা ও নেছারাবাদ দরবার কখনোই প্রত্যক্ষ রাজনীতিতে জড়ায়নি। তবে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলনে চরমোনাইর ইসলামী আন্দোলনের সঙ্গে ছারছীনা ও নেছারাবাদের অঘোষিত যোগসূত্র ছিল বলে জানা গেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত আমিরের ছারছীনা ও নেছারাবাদ সফর নিয়ে নানা গুঞ্জন ছড়াচ্ছে।
হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন প্রধান মাওলানা খলিলুর রহমান সমকালকে বলেন, জামায়াত আমিরের আগমনের বিষয়টি তাদের আগেই জানানো হয়েছিল। জামায়াত আমিরের ছারছীনা সফরের সময় সেখানে ছিলেন বর্তমান পীরের ভগ্নিপতি বরিশাল নগরের চকবাজার জামে এবায়েদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ। তিনি সমকালকে জানান, স্বরূপকাঠিতে একটি পথসভা শেষে দুপুর ১২টার দিকে জামায়াত আমির দরবারে আসেন। পীরসহ অন্যরা তাদের অভ্যর্থনা জানান।
দুই দরবারে জামায়াত আমিরের সফরসঙ্গী ছিলেন বরিশাল মহানগর জামায়াত নেতা অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। তিনি সমকালকে বলেন, জামায়াত আমির যে জেলাতেই যান সেখানকার ধর্মীয় ব্যক্তিত্বদের কবর জিয়ারত করেন।