কাউখালীতে ৩ বসতঘর পুড়ে ছাই

এপ্রিল ০৯ ২০২৫, ১৯:০৮

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে তিনটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (৯ এপ্রিল) সদর ইউনিয়নের উত্তর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত রাকিব তালুকদার জানান, বুধবার দুপুর দেড়টার দিকে তার ভাড়া দেওয়া তিনটি ঘরে আগুন লেগে সব পুড়ে গেছে ।

এই ঘরগুলোতে সঞ্জীব পাটিকর, তার ভাই বিমল পাটিকর, উত্তম কর্মকার, গৌতম কর্মকার বসবাস করতেন। তার অভিযোগ, ফায়ার সার্ভিস প্রায় ৩০ মিনিট দেরিতে আসায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। বসতঘরে একাধিক গ্যাসের সিলিন্ডার থাকায় আগুনের মাত্রা অনেক বেড়ে যায়।

বসতঘর মালিকদের অভিযোগ করে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস দেরি করার কারণে বেশি ক্ষতি হয়েছে।

তা সঠিক নয়। আমরা কখনো দায়িত্ব বা আগুনের ক্ষেত্রে অবহেলা করি না। ঘরের দরজা বন্ধ এবং গ্যাসের সিলিন্ডার থাকার কারণে আগুনে ক্ষয়ক্ষতি পরিমাণ বেশি হয়েছে।’