ধূমপানে নিষেধ করায় কিশোরীর আত্মহনন

এপ্রিল ০৯ ২০২৫, ১৯:৩৩

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ধূমপান করায় শাসানোয় মায়ের ওপর অভিমান করে পূজা রানী (১২) নামে এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফেরীঘাট বহরমপুর আবাসনে এ ঘটনা ঘটে । নিহত কিশোরী ওই এলাকার সুশান্ত মাতব্বরের মেয়ে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পূজা তার এক বান্ধবীর সঙ্গে ধূমপান করে। বিষয়টি তার মা জানতে পেরে তাকে শাসান।

পরে মায়ের সঙ্গে অভিমান করে বসতঘরের টয়লটে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে দেখতে পেয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।