মেহেন্দীগঞ্জে মেঘনা নদীতে যৌথ অভিযানে ৩টি চাঁই জব্দ

মে ১৯ ২০২৫, ১৮:৫৫

মোঃ হাবিবুল্লাহ, হিজলা : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে পাঙ্গাশ মাছের পোনা ধরার অবৈধ চাঁই ব্যবহার রোধে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোট ৩টি চাঁই জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, দিবাগত রাত ৩টা ৩০ মিনিট এবং পরদিন বিকেল ৩টা ৩০ মিনিটে দুটি পৃথক অভিযানে এসব চাঁই জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন হিজলা উপজেলার কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ উপায়ে মাছ আহরণ দেশের মৎস্য সম্পদের ক্ষতির পাশাপাশি প্রাকৃতিক পরিবেশেও বিরূপ প্রভাব ফেলে। তাই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

মৎস্য বিভাগ সূত্রে আরও জানা যায়, পাঙ্গাশ মাছের পোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।