বরিশালে হাতকড়া নিয়ে পালিয়েছে দুই মাদক সেবী

মে ২১ ২০২৫, ২০:২৮

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর ভাটিখানা এলাকার সাহাপাড়ায় মাদক সেবনের সময় আটক হওয়া পাঁচ যুবকের মধ্যে দুইজন পুলিশের হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে গেছে।

বুধবার (২১ মে) সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, ইয়াবা সেবন ও বিক্রির খবর পেয়ে দুপুর ১২টার দিকে সাহাপাড়ায় অভিযান চালায় থানার একটি টিম।

অভিযানে পাঁচজনকে আটক করা হয়। এরমধ্যে মিরাজ ও রাসেলকে এক হাতকড়ায় আটক রাখা হয়। এসময় কৌশলে পুলিশের নজর এড়িয়ে তারা পার্শ্ববর্তী ফাঁকা জায়গা দিয়ে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া দুই যুবক হলেন- মিরাজ (২২) ও রাসেল (২০)। তারা একই হাতকড়ার আবদ্ধ ছিলেন। বাকি তিনজন নাসির উদ্দিন, ফিরোজ হাওলাদার ও আলআমিন খন্দকার রাজু) বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তারা প্রত্যেকেই ভাটিখানা এলাকার বাসিন্দা।

সূত্রমতে, হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া দুইজনকে গ্রেপ্তারের জন্য নগর গোয়েন্দা পুলিশ ও কাউনিয়া থানা পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।