১০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে নয়ন তালুকদার (১৯) নামে এক মাদক বিক্রেতাকে ১০ কেজি গাঁজাসহ আটক করেছে নগর পুলিশ। মঙ্গলবার রাত ১১টায় বিএমপি’র এয়ারপোর্ট থানাধীন বরিশাল টু ঢাকা মহাসড়কস্থ গড়িয়ারপাড় বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আকটকৃত নয়ন তালুকদার বাগেরহাটের মোরলগঞ্জের উত্তর ফুলহাতা এলাকার মিলন তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার এসআই মোঃ তারিকুজ্জামান বলেন,
গড়িয়ারপাড় বাস স্ট্যান্ডে বানাড়ীপাড়া গামী একটি মাহেন্দ্র গাড়ীতে তল্লাশীর সময় নয়ন তালুকদারের হাতে থাকা একটি নীল রঙ্গের ড্রামের মধ্যে ১০টি পলিথিনের প্যাকেটে এক কেজি করে মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃত নয়নের বিরুদ্ধে এসআই মোঃ তারিকুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।