পিরোজপুরে শিশুর রহস্যজনক মৃত্যু!

মে ২৩ ২০২৫, ২০:২০

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামে এক শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজ বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানার পুলিশ।

নিহত আয়শা আক্তার (৮) উপজেলা টোনা গ্রামের আলম শেখের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। নিহত মেয়েটির দাদি আনোয়ারা বেগম জানান, আয়শার বাবা-মা চট্টগ্রামে তাদের অন্য তিন সন্তানসহ বসবাস করেন।

আয়শা প্রায় এক বছর আগে তাদের কাছে এসেছিল। এরপর নিহত শিশুটির দাদা-দাদিসহ তারা তিনজনই ওই বাড়িতে বসবাস করছিল। তবে তাদের ঘরের কাছাকাছি অন্য কোনো ঘর নেই।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আয়শা মাদ্রাসা থেকে বাড়ি ফিরে ঘরের মধ্যে একা ছিল। এ সময় আনোয়ারা দুপুরের খাবার রান্নার জন্য রান্নাঘরে প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর দুপুর ১২টার দিকে রান্নায় সাহায্যের জন্য আয়শাকে ডাক দিলেও কোনো সাড়া মেলেনি। পরবর্তীতে ঘরের মধ্যে গিয়ে সে আয়শার নিথর দেহ খাটের উপুড় পড়ে থাকতে দেখে।

এরপর তার স্বামী (আয়েশার দাদা) মোশারেফ হোসেন আয়েশাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার জন্য বাড়ি থেকে অটোরিকশাযোগে র‌ওনা দেয়। তবে মোশারেফ তাকে হাসপাতালে না নিয়ে হাসপাতালের গেট থেকেই মৃত অবস্থায় বাড়ি নিয়ে যায়।

তবে এ ঘটনার পর থেকেই মোশারেফ আত্মগোপনে রয়েছে। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ রাত সোয়া ৮টার দিকে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, শিশুটির গলায় কালো দাগ থাকায়, তার মৃত্যুর বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে।

এছাড়া শিশুটির পরিবারের সদস্যরা তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশের কাছে গ্রহণযোগ্য কোনো তথ্য দেয়নি। এমনকি তারা মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফন দিতে চেয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।