জালনোট তৈরির মেশিনসহ তিনজন আটক

মে ২৭ ২০২৫, ১৮:২৪

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে কিছু অসাধু ব্যক্তি জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে যাচ্ছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে জাল নোট ও তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ দুইজন জাল নোট তৈরির কারিগরকে আটক করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮ এর মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। সূত্রমতে, ২৬ মে দিবাগত রাতে পটুয়াখালীর সদর থানাধীন মৌকরন এলাকার একটি ভাড়া বাড়ির দ্বিতীয় তলার অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পটুয়াখালীর রাঙ্গাবালি থানার মাসুদ মীরের ছেলে অয়ন মীর (২৩) ও মৌকরণ এলাকার সহিদ খানের ছেলে তামিম খান (২৩)। এসময় তল্লাশী চালিয়ে অয়ন মীরের কাছ থেকে নয় হাজার নয়শ’ এবং তামিম খানের কাছ থেকে সাত হাজার আটশ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ওই ঘর থেকে জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত একটি প্রিন্টার, একটি ল্যাপটপ ক্যাবল, দুই পাতা জাল নোটের নমুনাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সূত্রে আরও জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা দায়েরের পর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একইদিন পৃথক আরেক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানিয়েছেন, র‌্যাব-৮ এর সিপিএসসি’র একটি বিশেষ অভিযানিক দল (২৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজি মামলার অন্যতম প্রধান পলাতক আসামি কবির জমাদ্দারকে (২৮) আটক করেছে।

সে (কবির) ভান্ডারিয়ার লক্ষীপুরা গ্রামের মালেক জমাদ্দারের ছেলে। আটককৃতকে মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।