হিজলায় তিন দিনব্যাপী নাম কীর্তন শুরু: পরিদর্শনে ইউএনও

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা সদরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সার্বজনীন হরি মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক নাম কীর্তন অনুষ্ঠান।
বৃহস্পতিবার (৩০ মে) রাতে আনুমানিক ৯টা ৩০ মিনিটে মন্দিরটি পরিদর্শন করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস সিকদার। পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান এবং হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল সরদার প্রমুখ।
মন্দির কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের জন্যে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠান উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ছিল আলোকসজ্জায় সজ্জিত ও ধর্মীয় পরিবেশে মুখরিত। উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি খগেন চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুবাস ঘোষ। তারা জানান, এ ধরনের অনুষ্ঠান ভক্তদের মধ্যে ধর্মীয় ভাবগম্ভীরতা ও সামাজিক ঐক্যবোধ জাগিয়ে তোলে।