একমাত্র উপার্জনক্ষম ছেলের দূর্ঘটনায় দিশেহারা এক অসহায় পরিবার

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের এক হতদরিদ্র পরিবার আজ নিদারুণ সংকটে দিন কাটাচ্ছে। বিসিসি’র ২২নম্বর ওয়ার্ড জিয়া সড়ক এলাকার মোঃ শাজাহানের পুত্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোঃ সাগর। সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাগর গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কে সাগর তাঁর চালিত পিকআপ গাড়ি নিয়ে দুর্ঘটনার শিকার হন। সেসময় প্রাথমিকভাবে তাঁকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাঁর ডান পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা।
বর্তমানে সাগর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বহু বছর ধরে দক্ষতার সাথে পিকআপ গাড়ি চালিয়ে সংসার চালাতেন তিনি। দুর্ঘটনার ফলে কর্মক্ষমতা হারিয়ে ফেলার পাশাপাশি পরিবারও পড়েছে চরম অর্থকষ্টে।
সাগরের পিতা মোঃ শাজাহান বলেন, “ছেলের দুর্ঘটনার পর আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আত্মীয়-স্বজন, এলাকাবাসীর সাহায্যে এ পর্যন্ত চিকিৎসা চালিয়েছি। কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না।” তিনি আরও জানান, চিকিৎসার খরচের পাশাপাশি সংসার চালানোও প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
এই অবস্থায় পরিবারটি সমাজের হৃদয়বান ও সচ্ছল মানুষদের প্রতি সহায়তার আবেদন জানিয়েছে। সাগরের চিকিৎসা ও পুনর্বাসনে যে অর্থ প্রয়োজন, তা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।
এ বিষয়ে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান, “আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব সহায়তা করার চেষ্টা করছি। জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবহিত করা হয়েছে এবং পরিবারকে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে।”
সাগরের পরিবার আজ সমাজের সহায়তার অপেক্ষায়। সামান্য সহযোগিতাও এই তরুণকে ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবনে।