বরিশাল নগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার

স্টাফ রিপোর্টার ॥ ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম। মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে মহানগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও গুরুত্বপূর্ণ ডিউটি পোস্ট সমূহ পরিদর্শন করেন তিনি।
নগরবাসীর জন্য সুশৃংখল ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। পাশাপাশি প্রতিটি ডিউটি পোস্টে গিয়ে তাদেরকে সার্বিক উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।