পটুয়াখালীতে হারানো ৭০টি মোবাইল উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি : গত মে মাস থেকে এ পর্যন্ত ৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে উপকূলীয় জেলা পটুয়াখালী পুলিশের সাইবার সেল। এসময় উদ্ধার করা হয়েছে প্রায় ৪৯ হাজার টাকা।
আজ ২১ জন পুরুষ ও ১ জন নারীর হাতে তুলে দেয়া হয়েছে তাঁদের হারানো মোবাইল। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত এসব মোবাইল হস্তান্তর করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, কোনো মোবাইল হারালে অবশ্যই আইএমইআই নম্বরসহ জিডি করতে হবে।
সেই নম্বরের ভিত্তিতে প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে মোবাইল চোরকে শনাক্ত করা হয়। সাধারণত এক থেকে দেড় মাসের মধ্যে মোবাইল উদ্ধার করা সম্ভব।