কর্মস্থলেই থাকবেন নির্বাহী কর্মকর্তা আলী সুজা

পবিত্র ঈদ উল আযহা উদযাপনে উজিরপুর প্রশাসনের প্রস্তুতি

জুন ০৫ ২০২৫, ০১:০৬

সরদার সোহেল, উজিরপুর : আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৫ নির্বিঘ্নে উদযাপনে সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে উজিরপুর উপজেলা প্রশাসন, সরকারি সিদ্ধান্তসমুহ বাস্তবায়ন ও উপজেলার সাধারন জনগনকে সচেতন সহযোগিতায় বিশেষ আইনশৃঙ্খলা সভা, কোরবানির গরুর হাটের স্থান নির্ধারণ করে ইজারা প্রদান, স্বাস্থ্য সম্মত পশু বাজারজাত নিশ্চিতে মেডিকেল টিম গঠন, জনগনের নিরাপদ কেনাকাটা চলাফেরায় গুরুত্বপূর্ণ হাট বাজার মার্কেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, চুরি ছিনতাই যানজট নিরসনে বিশেষ পুলিশি টহলের ব‍্যবস্থা, হতদরিদ্রের মাঝে চাল বিতরন সহ জনকল্যাণে গৃহীত পদক্ষেপ সমুহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা,সুশীল সমাজ গনমাধ‍্যম কর্মিদের উপস্থিততে ব‍্যপক প্রচার প্রচারনা চালিয়েছেন।

ঈদুল আযহার সরকারি ছুটির শেষ কার্যদিবসেও কর্মব‍্যস্ততায় সময় পার করেছে উজিরপুর প্রশাসনের কর্মকর্তারা, কোরবানির চামড়া ক্রয় নীতিমালার বাস্তবায়ন, চামড়া সংরক্ষণের জন্য প্রন্তিক পর্যায়ের সংগ্রাহক বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা ও চামড়া ব‍্যবসায়ীদে সাথে বিশেষ সচেতনতা সভা এবং সরকারিভাবে প্রদানকৃত লবন বিতরণ করা হয়।

ঈদুল আযহা উদযাপনে উজিরপুরের জনগনকে নিরবিচ্ছিন্ন সহযোগিতায় সেবার দ্বার খোলা রাখতে নিজ কর্মস্থলে থাকবেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা ।