কলাপাড়ায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুন ১৪ ২০২৫, ১৮:২৪

কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পশ্চিম মধুখালী গ্রামের নিজ ঘর থেকে নাসিমা আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নাসিমা আক্তার এ বছর মধুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

জানা গেছে, ঘটনার দিন নাসিমার বাবা মোজাম্মেল হক নিজ কাজে বরিশাল যান। দুপুরে মা নাজমা বেগম সবাইকে নিয়ে দুপুরের খাওয়ার পর পারিবারিক বিষয় নিয়ে মেয়েকে একটু বকাঝকা করেন। এরপর সন্ধ্যার একটু আগে ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে পাশের বাড়িতে যান।

ঘণ্টাখানিক পরে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। জানালার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে বারান্দার আড়ার সঙ্গে ঝুলে আছে। মা ও ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের উদ্ধার করে সুরতহাল করে কলাপাড়া থানা-পুলিশ। এলাকাবাসী জানান, নাফিসা আক্তার নিজেই তার মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।