মাদক উদ্ধারসহ ৩ ক্যাটাগড়িতে শ্রেষ্ঠ্য পুরস্কার পেলো এয়ারপোর্ট থানা পুলিশ

জুন ১৯ ২০২৫, ১৭:২০

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীতে মাদক উদ্ধারসহ তিন ক্যাটাগড়িতে শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: শফিকুল ইসলাম এ পুরস্কার তুলে দেন।

এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। ওই অপরাধ সভার পরিসংখ্যান অনুযায়ী এয়ারপোর্ট থানা পুলিশকে মে মাসের মাদক উদ্ধার সহ ৩ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।

পরে এয়ারপোর্ট থানা পুলিশের হাতে তিন ক্যাটাগরির পুরস্কার তুলে দেন কমিশনার মো: শফিকুল ইসলাম। এ সময় বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মো: শামীম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।