নগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন জেল হাজতে

জুন ১৯ ২০২৫, ১৮:৩৪

স্টাফ রিপোর্টার : গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে বরিশালের সিএন্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একাধিক রাজনৈতিক মামলার আসামি নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন। এর আগে বুধবার রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী খালপাড় সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “জসিম উদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। সিএন্ডবি রোড এলাকায় রাজনৈতিক অস্থিরতার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ এবং হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।”

সরকার পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন জসিম উদ্দিন। বুধবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে নেয়ার পথে সাংবাদিকদের উদ্দেশ্য করে জসিম উদ্দিন বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আমি গণমানুষের উন্নয়নের রাজনীতি করেছি। যদি এটিই অপরাধ হয়, তাহলে সাধারণ মানুষের উন্নয়নের জন্য সেই যে কোন সাজা মাথা পেতে নেব।”

জানা গেছে, ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন জসিম উদ্দিন। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার উত্থান ঘটে। তিনি বরিশাল সিটি করপোরেশনের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। হিরনের মৃত্যুর পর আওয়ামী লীগের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী হয়ে সক্রিয় রাজনীতি চালিয়ে আসছিলেন।