৭ কোটি টাকার সেতুতে নেই সংযোগ সড়ক

জুন ১৯ ২০২৫, ১৯:৫৮

মুলাদি প্রতিনিধি : বরিশালের মুলাদি উপজেলায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না। ফলে সেতুটির দুই পাশে আটকে আছে অন্তত ১০ গ্রামের মানুষের স্বপ্ন ও চলাচল।

উপজেলার মৃধাহাট-নাজিরপুর-মাদ্রাসাহাট সড়কে নাজিরপুর ইউনিয়নের পশ্চিম বানীমর্দন খালের ওপর ৬৬ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক তৈরি না হওয়ায় এটি এখন ব্যবহারযোগ্য নয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারিতে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু করে ইউনুছ অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময় ছিল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে প্রতিষ্ঠানটি মূল সেতুর কাজ আট মাস আগেই শেষ করে। পশ্চিম পাশে সংযোগ সড়ক তৈরির সময় একটি কবরস্থানের পাশে দিয়ে রাস্তা যাওয়ায় স্থানীয়দের বাধায় কাজ বন্ধ হয়ে যায়।

পশ্চিম বানীমর্দন গ্রামের বাসিন্দা মো. রবিউল হাওলাদার বলেন, ‘সেতুর সংযোগ সড়ক না থাকায় আমাদের ৮-১০ কিলোমিটার ঘুরে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে হয়। ব্যবসায়ী ও কৃষকেরাও পণ্য পরিবহনে দুর্ভোগে আছেন।’

ঠিকাদার আব্দুল গনি বলেন, ‘আমরা সেতুর মূল কাজ শেষ করেছি। কিন্তু সংযোগ সড়ক নির্মাণের সময় কবরস্থান ভাঙার আশঙ্কায় স্থানীয়রা বাধা দেন। ওই বাধা দূর হলে এক মাসেই সংযোগ সড়ক নির্মাণ শেষ করা সম্ভব।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান বলেন, ‘সেতুর পশ্চিম পাশে বিকল্প পথ দিয়ে সংযোগ সড়ক তৈরির জন্য নকশা সংশোধন করে বরিশাল নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে।’