সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ডিসেম্বর ০৮ ২০২৪, ২০:৫৫

মুলাদী প্রতিনিধি !! বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (৩৫) ও কামাল মোল্লা (৪০) নামে দু’জন নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কাজিরচর ইউনিয়নে কলমখার মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দু’বন্ধু মিলে বরিশাল যাওয়ার পথে সন্ধ্যার দিকে কলমখার মোড়ে মীরগঞ্জ থেকে আসা টমটমের সাথে মুখোমুখি ধাক্কা খেয়ে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত মুলাদী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজ্জাক মাতুব্বারের ছেলে মো: হুমায়ুন কবির ও তাজুল মাস্টারের ছেলে কামাল মোল্লা। তাদের বাড়ি হিজলা উপজেলার গুয়াবাড়ি ইউনিয়নে বলে জানা গেছে।

মো: হুমায়ুন কবির আশা নামে একটি এনজিওতে চাকরি করেন। মুলাদী থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।