সংখ্যালঘু নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ‘সম্প্রীতি মিছিল’

ডিসেম্বর ১০ ২০২৪, ২১:২১

oplus_2

কাউখালী প্রতিনিধি !! ভারতের প্রচারমাধ্যমসহ দেশ-বিদেশে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অপপ্রচার ও বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে ‘সম্প্রীতি মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সর্বস্তরের মানুষ এই মিছিলি অংশ নেন। মিছিলটি কাউখালীর শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরবাজার পুরাতন রাজস্ব ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সহ-সম্পাদক পরিতোষ মন্ডল, কাউখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শিক্ষক নেতা সুব্রত রায়।

এছাড়া কাউখালী মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র হাওলাদার, অ্যাডভোকেট হীরালাল কুন্ডু, কাউখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কর্মকার, কাউখালী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন চক্রবর্তী, কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন প্রমুখ।

সম্প্রীতি মিছিলে কাউখালী উপজেলার কেন্দ্রীয় শ্রীগুরু আশ্রম, মতুয়া আশ্রম, উপজেলা বিএনপির নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, গত ৫ আগস্ট থেকে কাউখালী উপজেলায় সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। কাউখালীর এই সম্প্রীতি সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। যার কারণে আজকের এই সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়েছে।’