ভেঙে দেয়া হচ্ছে ওয়ার্ড বিএনপির কমিটি

ব্লাকলিষ্টে দলীয় বিশৃংখলাকারীরা

ডিসেম্বর ১৯ ২০২৪, ১৯:৩০

ফাহিম ফিরোজ !! আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী রূপে পুনর্গঠন করতে ওয়ার্ড কমিটিকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। তারা বলছেন, তৃণমূল বিএনপি শক্তিশালী না হলে মূল দল শক্তিশালী হবে না। তাছাড়া সংসদ নির্বাচনসহ স্থানীয় সকল নির্বাচনে তৃণমূল বিএনপি মুখ্য ভূমিকা পালন করে। তাই গুরুত্ব সহকারে এবার ওয়ার্ড বিএনপি’র কমিটিগুলোকে চাঙ্গা করতে নতুন করে পুনর্গঠন করছে দলটি। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, দলকে পূর্ণগঠন করতে রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করবে দলটি। গত ১৬ বছর হামলা মামলার শিকার নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। ইতিপূর্বে যারা চাঁদাবাজি-দখলবাজি-লুটপাট হামলা ভাঙচুরের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেবে দলটি।

গত সপ্তাহে বরিশাল বিভাগের সকল জেলা-মহানগর-উপজেলা-পৌরসভা এবং ওয়ার্ড বিএনপির কমিটিগুলো নতুন করে গঠনের জন্য সভা করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় বিভাগের শীর্ষ পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ সহ সাবেক এমপিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। দলগঠনে দিকনির্দেশনা দেন তিনি। দলের মান সম্মান নষ্টকারীদের উপর ক্ষোভ ঝাড়েন তিনি।

সূত্র বলছে, বরিশাল নগরীর পোর্ট রোড, নতুল্লাবাদ ও রুপাতলি বাস স্ট্যান্ড বিভিন্ন স্থানে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়া ডিসি ঘাট স্পিডবোট, তালতলী স্পীডপোট ঘাট দখল নেয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতারা। অপরদিকে নগরের ২৪ নং ওয়ার্ডের গ্যাস্টারবাইন-কাশিপুর চৌমাথায় সড়ক ও জনপদ বিভাগের জমি দখল করে বিএনপির কার্যালয় নির্মাণ করে অঙ্গ সংগঠনের নেতারা। এছাড়াও ব্যক্তি মালিকানাধীন জমি দখলেরও অভিযোগ রয়েছে নেতাকর্মীদের বিরুদ্ধে।

দলীয় সূত্র বলছে, দল গঠনের ক্ষেত্রে এসব নেতাকর্মীরা কখনোই নেতৃত্বে আসতে পারবে না। হাই কমান্ডের নির্দেশ উপেক্ষা করে দল গঠনে কোন অযোগ্য বিতর্কিত নেতাকর্মীকে দলে স্থান দেয়া যাবে না। এই নির্দেশ বাস্তবায়নের জন্য দফায় দফায় বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, পুনর্গঠনের লক্ষ্যে প্রথমে ওয়ার্ড কমিটি গুলো বিলুপ্ত করা হবে। পরে যোগ্য পরীক্ষিত নেতা কর্মীদের মধ্যে থেকে নেতৃত্ব বাছাই করা হবে। আর যাদের বিরুদ্ধে দখল সন্ত্রাস চাঁদাবাজির অভিযোগ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। দলকে শক্তিশালী করতে তৃণমূলের প্রতিটি ওয়ার্ডকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তিনি আরও বলেন, যারা দলের বেতর বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে দখলবাজি চাঁদাবাজি করে তারা থাকবে সব সময় ব্ল্যাকলিস্টে।