কাউখালীতে পূর্ব শত্রুতার জের ধরে নারীর উপরে হামলা

ডিসেম্বর ২২ ২০২৪, ১৯:২৫

কাউখালী প্রতিনিধি !! কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী আনজু বেগম (৩৭)এর উপরে ২০ ডিসেম্বর শুক্রবার দুপুরের দিকে এ হামলা করে একই বাড়ির অন্য বাসিন্দারা, এ সময় তার স্বামী জাকির হোসেন ছাড়াতে গেলে তার উপরেও হামলা করে।

জানা গেছে পূর্ব থেকে জমিজমা নিয়ে তাদের সাথে বিরোধ চলিতে ছিল। তুচ্ছ ঘটনা নিয়ে কথার কাটাকাটি হয়ে এ হামলা হয়। এসময় চিক পাকের শব্দ পেয়ে বাড়ির আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলাকারীরা হল, আউয়াল মাঝি, কালাম মাঝি, নাজমিন বেগম সহ আরও কয়েকজন,। পরে আনজু বেগম কাউখালী থানা একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ওসি তদন্ত সুমন সরকার জানিয়েছেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি আমাদের অফিসার ওখানে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।