বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির প্রতিবাদ

ফেব্রুয়ারি ০১ ২০২৫, ২৩:২৯

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

খবর বিজ্ঞপ্তি : বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে (১ ফেব্রুয়ারি) শনিবার “বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।

সংবাদটিতে বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোশারফ হোসেন খান, সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের নাম উল্লেখ করা হয়েছে।

প্রকৃতপক্ষে বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি এ.কে.এম মনিরুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক মো: মিজান হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম।

এছাড়া মো: মোশারফ হোসেন খানকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে নাম লেখা হয়েছে। প্রকৃতপক্ষে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন।

সংবাদে এ ধরনের ভুল মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করায় কার্যকরী পরিষদ এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যকরী পরিষদ গত ০৭/০৩/২০২৪ সালে সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট পরিষদ নির্বাচিত হয়। সেই হিসেবে ২০২৫ সালের ১৩ মার্চ পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ রয়েছে। এরপর গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

নিবেদক

 

এ.কে.এম মনিরুজ্জামান ফরিদ

সভাপতি

বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতি

     এবং

মো: মিজান হাওলাদার

সাধারণ সম্পাদক

বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিত