বাউফলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তাসনিম আটক

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তাসনিম আহমেদকে (২২) আটক করেছে গোয়েন্দা সংস্থা (ডিবি)। গত বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী পুলিশ লাইনের পেছন থেকে আটক তাকে করা হয়।
আটক তাসনিম উপজেলার ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বগা ইউনিয়নের মৃত সৈয়দ হুমায়ূন কবিরের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থার একটি দল গত বুধবার সন্ধ্যা ৭টার সময় পটুয়াখালী পুলিশ লাইনের পেছনে অভিযান চালায়।
ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এলোমেলো জবাব দেন। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১১টার দিকে তাকে বাউফল থানায় সোপর্দ করে। বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ‘তাসনিমকে ডেভিল হান্ট অপারেশনে আটক করা হয়েছে।
এ ছাড়া গত ২৩ জুন রাজনগর গ্রামে আওয়ামী লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া মামলার আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’