হ্যাকারের নাম্বার সার্চ দিতেই ভেসে উঠল ‘‘সাবধান’’

স্টাফ রিপোর্টার : বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট এস.এম সরোয়ার হোসেনের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাকড হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তার নাম্বারটি হ্যাকড করে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবী করছে।
একজন সংবাদকর্মীর হোয়াটসঅ্যাপ নাম্বারে ২০ হাজার টাকা দাবী করে তারা। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানো ম্যাসেজটি হুবুহু তুলে ধরা হলো-‘‘একটু প্রয়োজনে মেসেজ দিলাম আমার ২০ হাজার টাকা লাগবে এখন দেওয়া যাবে 01333667482 বিকাশ পার্সোনাল কষ্ট করে এই নাম্বারে পাঠিয়ে জানালে উপকার হতো। আমি আবার কালকে সকালে দিয়ে দিবো সমস্যা নেই। একটু কষ্ট করে মেসেজে জানালে উপকার হতো এখন।’’
এরপর ওই সংবাদকর্মী হোয়াটসঅ্যাপ নাম্বারটি ট্রু কলারে সার্চ দিলে স্কিনে ভেসে উঠলো ‘‘সাবধান’’। হ্যাকারের নাম্বারটি “সাবধান’’ লিখে সেইভ করায় অনেকে আগ থেকেই সতর্ক হয়ে থাকবে।
এ বিষয়ে আইনজীবী এস.এম সরোয়ার হোসেন বলেন, ‘আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হ্যাকড করে পরিচিতজনের কাছে বিভিন্ন অংঙ্কের টাকা দাবী করে। কয়েকজন বিষয়টি আমাকে অবহিত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।’